সাভারে বিশেষ অভিযান চালিয়ে ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. জালাল উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারের আগে বুধবার রাতে সাভার মডেল থানার বলিয়াপুর মধুমতি মডেল টাউন আবাসিক এলাকায় অভিযান চালানো হয়।
গ্রেফতাকৃতরা হলেন- নীলফামারী জেলার ডিমলা থানার দক্ষিণ সুন্দর কাথা গ্রামের গুলজার হোসেন মানিকের ছেলে মো. জাহাঙ্গীর হোসেন আপন (২৫), গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার ডুবা দাঙ্গা গ্রামের মৃত হায়দার আলীর ছেলে মো. আল আমিন (৩২) ও ঢাকা জেলার সাভার থানার তেঁতুলঝোড়া পূর্বহাটি গ্রামের মো. কামাল হোসেনের ছেলে মো. পারভেজ হোসেন ওরফে বক্কর (৩৩)।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা স্বীকার করেছেন যে তারা ঢাকার সাভার, আশুলিয়া, ধামরাইসহ দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি মো. জালাল উদ্দিন বলেন, ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় বিশেষ অভিযান চালিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর এলাকার মধুমতি মডেল টাউনের ভেতর থেকে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের পিসিপিআর পর্যালোচনায় দেখা গেছে, জামালপুর, মাদারিপুরসহ বিভিন্ন স্থানে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/মাইনুল