বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ২১তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে নারী উন্নয়ন শক্তি ‘দুঃস্থ নারী সদস্যদের উন্নয়ন ও সফলতার গল্প বলা’ শিরোনামে এক আলোচনা সভার আয়োজন করেছে। মঙ্গলবার সংস্থার বনশ্রী প্রশিক্ষণ কেন্দ্রে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিএনএফ-নাস প্রকল্পের আওতায় সুবিধাভোগী নারীরা তাদের জীবনের সংগ্রাম, অগ্রগতি ও অর্জনের নানা অভিজ্ঞতা উপস্থিতদের সাথে ভাগ করে নেন। এ কার্যক্রমে সহায়তা প্রদান করে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন। তিনি বলেন, নারীর উন্নয়ন তখনই টেকসই হয়, যখন তারা নিজস্ব সক্ষমতার ওপর দাঁড়াতে পারে এবং আয় রোজগার করতে পারে। নাস সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে, আর আজকের সফলতার গল্পগুলো এই প্রচেষ্টার বাস্তব ফল।
প্রধান অতিথি হিসেবে বক্তব্যে ফোরাম ফর কালচার অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ড. সুলতান মাহমুদ রাজ্জাক বলেন, স্বল্প পুঁজি ও যথাযথ দিক-নির্দেশনা পেলে নারীরা সমাজে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে সক্ষম হয়-নারী উন্নয়ন শক্তির এই প্রকল্পটি তার বাস্তব উদাহরণ।
সভায় উপকারভোগী নুপুর আক্তার ও জেসমিন তাদের জীবনের অনুপ্রেরণামূলক পরিবর্তনের গল্প তুলে ধরেন।
বিডি প্রতিদিন/এমআই