বাংলাদেশ মাঠপ্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকায় এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার ও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলার উপরিচালক, স্থানীয় সরকার মো. বদরুদ্দোজা শুভ ও মো. আল মামুন বিভাগীয় কমিশনারের একান্ত সচিব, ঢাকা। সভাপতিত্ব করেন এস এম জাহিদুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতি, সভা পরিচালনা করেন মোহাম্মদ ইউনুস।
এ ছাড়া বাংলাদেশের বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের প্রশাসনিক কর্মকর্তা এবং বিদায়ী প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাধারণ সভায় মূলত নিজেদের মধ্যে পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে পরস্পর ভালবাসা ও সমিতির কর্মকাণ্ড গতিশীল ও শক্তিশালীকরণের মাধ্যমে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর প্রচেষ্টা জানানো হয়। সভায় ৭৯জন অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। আগামীদিনে সমিতির কর্মকাণ্ডে গতিশীলতা আনয়নসহ যৌক্তিক দাবি-দাওয়া অর্জনে কল্যাণকামী কার্যনির্বাহী গঠন করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
বিডি প্রতিদিন/এমআই