রাজধানীর মোহাম্মাদপুর থানার রায়েরবাজার এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে বেকারি ব্যবসায়ী হাফিজুর রহমান (৩৫) গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে অটোরিকশায় করে যাওয়ার সময় চারজন ছিনতাইকারী তার পথরোধ করে। একপর্যায়ে তারা হাফিজুরকে ছুরিকাঘাত করে আহত করে এবং তার সঙ্গে থাকা নগদ ২ হাজার ৭০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
আহত হাফিজুর রহমান বাগেরহাটের কচুয়া উপজেলার আলিপুর গ্রামের আব্দুর রশিদ শেখের ছেলে। তিনি বর্তমানে রাজধানীর মোহাম্মাদপুরের বাশিলা এলাকায় বসবাস করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত ব্যক্তি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।
বিডি-প্রতিদিন/মাইনুল