বরিশালের বাবুগঞ্জ উপজেলায় গাঁজা সেবনের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. ফারুক আহমেদ এ দণ্ড দেন।
এর আগে সকালে আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল উপজেলার বিভিন্ন স্থান থেকে গাঁজা সেবনরত অবস্থায় তাদের আটক করে।
দণ্ডপ্রাপ্তরা হলেন—বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর নগর ইউনিয়নের চর ফতেপুর গ্রামের মো. আলী আহমেদ (৬৫) এবং চর হোগলপাতিয়া গ্রামের মো. জাহাঙ্গীর হোসেন (৫০)।
পুলিশ জানিয়েছে, ভ্রাম্যমাণ আদালত দুইজনকে তিন দিন করে কারাদণ্ড ও একশ টাকা করে জরিমানা করেছেন। সাজা পরোয়ানা প্রদানের পর তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সুজন