‘এভ্রি কন্ট্রিবিউশন ম্যাটার্স’ প্রতিপাদ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সোমবার সম্মেলনের উদ্বোধন করেন। অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ এবং স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টারি সার্ভিস ওভারসিজ বাংলাদেশ (ভিএসও)।
অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব (যুব অনুবিভাগ) ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউটের পরিচালক ড. মোহাম্মদ মনিরুজ্জামান খান, ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস এবং ঢাকাস্থ সুইডেন দূতাবাসের ডেপুটি হেড অব ডেভেলপমেন্ট কো-অপারেশন নায়োকা মার্টিনেজ-ব্যাকস্ট্রোম।
ভিএসও বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর খবিরুল হক স্বাগত বক্তব্য দেন। স্বেচ্ছাসেবকদের পক্ষে বক্তব্য রাখেন মো. জামাল হোসেন এবং জয়া রানী মণ্ডল। মূল আলোচনা শেষে এনওয়াইএফ স্বেচ্ছাসেবকদের একটি সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপিত হয়।
‘পরিবর্তনের সূচনা: যুবদের স্বেচ্ছাসেবী মনোভাব ও জলবায়ু পদক্ষেপ—প্রতিটি অবদানই গুরুত্বপূর্ণ’ শীর্ষক উচ্চপর্যায়ের প্যানেলে অংশ নেন আইআরসি, আইপাস বাংলাদেশ, ব্রিটিশ হাইকমিশন, জিআইজেড, নেদারল্যান্ডস দূতাবাস এবং শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা। আলোচনায় যুব-নেতৃত্বাধীন জলবায়ু সমাধান, সম্প্রদায়ের সমাবেশ এবং স্বেচ্ছাসেবা-চালিত নেতৃত্বের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে অসামান্য যুব অবদানকে তিনটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদানের মাধ্যমে—২০২৫ সালের সেরা যুব স্বেচ্ছাসেবক পুরস্কার, সেরা বিভাগীয় যুব ফোরাম পুরস্কার এবং যুব-নেতৃত্বাধীন জলবায়ু গ্র্যান্ট- স্বীকৃতি জানানো হয়।
উল্লেখ্য, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস জাতিসংঘ স্বীকৃত একটি বৈশ্বিক দিবস, যা স্বেচ্ছাসেবকদের সম্মান ও নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে উৎসর্গিত।
বিডিপ্রতিদিন/কবিরুল