নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি)-এর আয়োজনে দেশের অন্যতম প্রতিযোগিতামূলক ও মর্যাদাপূর্ণ আয়োজন ‘মাল্টিভার্স অলিম্পিয়াড ১.০’ শুরু হয়েছে। সোমবার (০৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অলিম্পিয়াডের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, রেজিস্ট্রারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা।
আয়োজকরা জানান, ব্যবসায় শিক্ষা, মানবিক ও বিজ্ঞান — এই তিন ক্ষেত্রে মেধা, সৃজনশীলতা ও দক্ষতার সর্বোচ্চ বিকাশ ঘটানোর লক্ষ্যেই জাতীয় পর্যায়ের এই অলিম্পিয়াড আয়োজন করা হয়েছে। এতে অংশ নিতে পারবেন এইচএসসি ২০২৪ ও ২০২৫ সালের উত্তীর্ণ শিক্ষার্থী, পাশাপাশি ২০২৬ ও ২০২৭ সালের পরীক্ষার্থীরাও অংশগ্রহণের যোগ্য।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন শুরু হয়েছে ০৩ ডিসেম্বর, যা চলবে ০৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। এরপর ১৫ জানুয়ারি ২০২৬ থেকে শুরু হবে অনলাইন স্ক্রিনিং রাউন্ড। আয়োজকরা দেশের সব কলেজ ও সমমানের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিবন্ধনের আহ্বান জানিয়েছেন।
বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। চ্যাম্পিয়নের জন্য গ্র্যান্ড প্রাইজ ১ লাখ টাকা, আর শীর্ষ ফাইনালিস্টদের মধ্যে মোট ১ লাখ ৫০ হাজার টাকার বেশি পুরস্কার ও সম্মাননা দেওয়া হবে।
আয়োজকদের মতে, দেশের মেধাবী শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক প্রস্তুতি, বিশ্লেষণী দক্ষতা ও জাতীয় পরিমণ্ডলে পরিচিতি গড়ে তোলার জন্য এই অলিম্পিয়াড একটি অনন্য সুযোগ তৈরি করবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে বিভিন্ন কলেজে আমন্ত্রণ পাঠিয়েছে। আমন্ত্রণপত্রে জানানো হয়েছে, এই আয়োজন তরুণদের চিন্তাশক্তি বিকাশ, উদ্ভাবনী ধারণা উপস্থাপন এবং ভবিষ্যতের নেতৃত্ব গড়ে তুলতে সহায়তা করবে। অংশগ্রহণকারীরা উচ্চশিক্ষার প্রস্তুতিতেও গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করবেন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, মাল্টিভার্স অলিম্পিয়াড ১.০-এর মাধ্যমে আমরা শিক্ষার্থীদের এমন এক মেধাবিনির্মাণ প্ল্যাটফর্ম দিচ্ছি, যেখানে তারা চিন্তাশক্তি, উদ্ভাবনী দক্ষতা ও আন্তর্জাতিক মানের প্রতিযোগিতামূলক যোগ্যতা বিকশিত করতে পারবে। ভবিষ্যতের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় এই আয়োজন তাদের প্রস্তুত করবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nub.ac.bd-এ নিবন্ধন করা যাবে (রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি)।