গণতান্ত্রিক ভোটের মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি গঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে প্রধান নির্বাচন কমিশনার মো. নিজাম উদ্দিন ফলাফল ঘোষণা করেন।
শনিবার সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত চলে। মোট ২৪০ জন ভোটারের মধ্যে ২৩৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। অনলাইনে দুটি ভোট গ্রহণ করা হয়। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক—এই তিন পদে নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব বেছে নেন ভোটাররা।
ভোটে ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মোশাররফ হোসেন সভাপতি, বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আরিফ হোসাইন শান্ত সাধারণ সম্পাদক এবং ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মিজানুর রহমান সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
সভাপতি পদে মোশাররফ হোসেন ১১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশিক পেয়েছেন ৮৬ ভোট। সাধারণ সম্পাদক পদে আরিফ হোসাইন শান্ত ১২৬ ভোট ও তার প্রতিদ্বন্দ্বী মো. ইত্তেসাফ আর রাফি ১০৩ ভোট পান। সাংগঠনিক সম্পাদক পদে মিজানুর রহমান ১৬৮ ভোট পেয়ে বিজয়ী হন, তার প্রতিদ্বন্দ্বী বিল্লাল হোসেন পান ৭১ ভোট।
ছাত্রদল সদস্য মো. রবিউল ইসলাম বলেন, “গণতন্ত্রের ধারা অব্যাহত থাকুক—এটাই আমাদের প্রত্যাশা। গণতান্ত্রিকভাবে কমিটি গঠিত হওয়ায় আমরা আনন্দিত।”
নবনির্বাচিত সভাপতি মো. মোশাররফ হোসেন বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়ায় সভাপতি নির্বাচিত হতে পেরে গর্বিত। শিক্ষার্থীদের পাশে থেকে সুষ্ঠু রাজনীতি করতে চাই। বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সবাইকে নিয়ে একসাথে কাজ করবো।”
নির্বাচনের প্রধান সমন্বয়কারী মো. রেজা শরীফ জানান, বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো কাউন্সিলের মাধ্যমে ছাত্রদলের কমিটি গঠিত হলো। নতুন নেতৃত্ব শিক্ষার্থীদের পাশে থেকে সংগঠনকে এগিয়ে নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রধান নির্বাচন কমিশনার মো. নিজাম উদ্দিন বলেন, “এ নির্বাচন ছাত্ররাজনীতির ইতিহাসে একটি মাইলফলক। আমরা চাইলে ঢাকায় বসে কমিটি দিতে পারতাম, কিন্তু দেশনেত্রীর নির্দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিনিধি নির্বাচন করেছি।”
বিডি প্রতিদিন/হিমেল