ভূমিকম্পের উদ্ভূত পরিস্থিতিতে টানা দুই সপ্তাহের বেশি সময় বন্ধ থাকার পর আগামী মঙ্গলবার খুলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাস বন্ধ থাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী প্রার্থীদের ডোপ টেস্ট, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সহ বেশকিছু কার্যক্রমিক স্থগিত করা হয়। তবে আজ নতুন করে জকসু নির্বাচনের জন্য পূর্বের ঘোষিত তফসিল সংশোধন করে নতুন তফসিল ঘোষণা করা হয়েছে। নতুন তারিখ অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট সভা শেষে জকসু’র প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নতুন তফসিল ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্নের জন্য প্রার্থীগণের ডোপ টেস্ট অত্যন্ত জরুরি যাহা আগামী ৯ ও ১০ ডিসেম্বর নিষ্পন্ন করতে হবে। এমতাবস্থায়, উক্ত ডোপ টেস্ট সম্পন্নের জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালকে দ্বায়িত্ব প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১১ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৩ ও ১৪ ডিসেম্বর, প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ ১৪ ডিসেম্বর রবিবার, প্রার্থীদের নির্বাচনী প্রচারণা ১৫ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর (সোমবার-শনিবার) ১৩ দিন, ভোটগ্রহণের তারিখ ৩০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৯ থেকে বিকেল ৩টা পর্যন্ত, মঙ্গলবার ভোট গণনা শেষে ও ফলাফল ঘোষণা ৩০ অথবা ৩১ ডিসেম্বর মঙ্গলবার বা বুধবার।
পূর্বের তফসিল অনুযায়ী আগামী ২২ ডিসেম্বর জকসু’র ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং নির্বাচনের দিনই ভোট গণনা ও ২২ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা হবার কথা থাকলেও ভূমিকম্পের উদ্ভূত পরিস্থিতিতে নতুন তফসিল ঘোষণা করা হয়েছে।
সার্বিক বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান বলেন, যথাসময়েই জকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। যেহেতু কয়েকদিন ক্যাম্পাস বন্ধ থাকায় কার্যক্রম পরিচালনা করতে পারি নাই, তাই আজ নতুন করে সিদ্ধান্ত নিয়ে তফসিল ঘোষণা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত