কন্যাশিশু, কিশোরী ও তরুণদের শিক্ষা, দক্ষতা এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি নিয়ে ঢাকার ফুলার রোডে সিম্পোজিয়াম আয়োজন করে ব্রিটিশ কাউন্সিল।
‘ফ্রম ব্যারিয়ারস টু ব্রেকথ্রুস: আ সিম্পোজিয়াম অন এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট ফর গার্লস অ্যান্ড ইয়ুথ’ শীর্ষক এ আয়োজনে অংশ নেন শিক্ষা-ব্যবসা খাতের নেতৃত্বস্থানীয় প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, জাতীয়–আন্তর্জাতিক এনজিও এবং শীর্ষ থিঙ্ক ট্যাঙ্কের সদস্যরা।
সিম্পোজিয়ামে অংশগ্রহণকারীরা শিক্ষাক্ষেত্রে চলমান উদ্যোগ, কর্মসংস্থানে বিদ্যমান ব্যবধান এবং শ্রেণিকক্ষ থেকে কর্মজীবনে প্রবেশের সমন্বিত পথ তৈরির উপায় নিয়ে আলোচনা করেন। কিশোরী ও তরুণীদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নে নেয়া ইতিবাচক উদ্যোগ তুলে ধরা এবং ভবিষ্যতে যৌথভাবে এসব কাজ এগিয়ে নেওয়ার লক্ষ্যও উঠে আসে আলোচনায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসরকারি প্রাথমিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক শিক্ষা কর্মসূচির সাবেক পরিচালক ড. শফিকুল ইসলাম। মূল প্রবন্ধে ড. শফিকুল ইসলাম তথ্য ব্যবহারের সীমাবদ্ধতা, অনুদান ঘাটতি, শিক্ষক সংকট, নিম্নমানের শিক্ষা এবং উচ্চ ঝরে পড়ার হারকে বড় চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরেন।
ব্রিটিশ কাউন্সিল, ব্র্যাক, প্ল্যান ইন্টারন্যাশনাল ও বিএনএফইসহ শীর্ষ প্রতিষ্ঠানগুলো শিক্ষায় দক্ষতা উন্নয়ন-সংক্রান্ত কার্যকর অনুশীলন উপস্থাপন করে। ব্রেকআউট সেশন ও ‘ফিউচার ডিরেকশনস ফর এমপাওয়ারমেন্ট’ শীর্ষক প্যানেল আলোচনায় ভবিষ্যৎ কৌশল ও সমন্বয়ের পথ খুঁজে দেখা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ