রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের হলে সিট বরাদ্দসহ বিভিন্ন সুবিধা প্রদানের সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৫৪৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকল একাডেমিক ও প্রশাসনিক ভবন, আবাসিক হল ও মিলনায়তন, ক্যাফেটেরিয়া, জুবেরী ভবন ও সিনেট ভবনে প্রতিবন্ধীদের প্রবেশের জন্য র্যাম্প সংযুক্ত করা এবং প্রতিবন্ধীদের যেতে হয় এমন সকল প্রশাসনিক ও একাডেমিক ভবনে লিফট স্থাপনের ব্যবস্থা করা; আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের অগ্রাধিকারভিত্তিতে আবাসিক হলে সিট বরাদ্দ করা, প্রতিটি হলের নিচতলায় ওয়াশরুমের পাশের রুমগুলো প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা; চাহিদা বিবেচনা করে অসচ্ছল মেধাবী প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বৃদ্ধি করা; দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের একাডেমিক পরীক্ষায় সময় বৃদ্ধির প্রচলিত বিধান অনুসরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শসহ বিভাগসমূহে পত্র প্রেরণ; আবাসিক হলসমূহের প্রতিটি ব্লকে এবং একাডেমিক ও প্রশাসনিক ভবনসমূহের নিচতলায় কমপক্ষে একটি ওয়াশরুমে হাই-কমোডের ব্যবস্থা করা; বিভাগ ও ইনস্টিটিউটসমূহ ও রাবি গ্রন্থাগারে শিক্ষার্থীদের ব্যবহারের সুযোগ রয়েছে এমন কম্পিউটারে প্রয়োজনীয়তার ভিত্তিতে জজ সফটওয়ার যুক্ত করা; বিশ্ববিদ্যালয়ে নিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধীদের জন্য প্রযোজ্য সরকারি নীতি অনুসরণে লক্ষ্য রাখা; শ্রবণ পরীক্ষার যন্ত্রপাতির সুবিধাসহ মেডিকেল সেন্টারে নাক, কান, গলা বিশেষজ্ঞ-সেবা প্রদানের ব্যবস্থা করা।
২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে এসব সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট।
বিডি প্রতিদিন/আরাফাত