হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে র্যালি ও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)। বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। নেতৃত্ব দেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যা।
র্যালি শেষে আইআরটি ভবনের কনফারেন্স কক্ষে ক্যাডেটদের জন্য ডেঙ্গু সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রোভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান, হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. মো. এরফান আলী খোন্দকার, বিএনসিসি হাবিপ্রবি শাখার পিইউও ও কৃষক সেবা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ ফারুক হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা, সামরিক প্রশিক্ষক ও ক্যাডেটরা।
র্যালির শুরুতে সংক্ষিপ্ত বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যা বলেন, “সকলের জীবনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সচেতনতা জরুরি।” তিনি বলেন, ডেঙ্গু হলে চিকিৎসা নিতে হবে, কিন্তু তার আগে রোগ প্রতিরোধে করণীয় সম্পর্কে জানতে হবে। ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে ক্যাম্পাসে নিয়মিত মশকনিধন কার্যক্রম চলমান রয়েছে।
বিডি-প্রতিদিন/সুজন