জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) জন্য ৩৩৪ কোটি ৪৬ লাখ টাকার প্রকল্প পাস করা হয়েছে। এর মাধ্যমে তৃতীয় একাডেমিক ভবন ও কেন্দ্রীয় গবেষণাগারসহ বিভিন্ন উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গতকাল সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
এ বিষয়ে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, 'এটি আমাদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘদিনের চেষ্টার পর এ স্বপ্ন পূরণের পথে অগ্রসর হলাম। নোবিপ্রবির তৃতীয় একাডেমিক ভবন নির্মাণের মাধ্যমে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে। একই সঙ্গে জ্ঞান, গবেষণা ও শিক্ষার নতুন পরিবেশ তৈরি হবে।'
উপাচার্য আরও বলেন, 'প্রকল্পটি বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ সংকট, ল্যাবরেটরি সমস্যা ও গবেষণা অবকাঠামোর অভাব অনেকটাই থাকবে না। নোবিপ্রবি বিশ্ব র্যাঙ্কিংয়ে এগিয়েছে। এ প্রকল্প বিশ্ববিদ্যালয়কে আরও সুদৃঢ় অবস্থানে পৌঁছাতে সহায়তা করবে। এক্ষেত্রে যারা সহায়তা করেছেন, তাদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।'
এ উন্নয়ন প্রকল্পের আওতায় আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থের বড় অংশ ব্যয় হবে দীর্ঘদিন অচলাবস্থায় থাকা ১০তলা একাডেমিক ভবন-৩ নির্মাণে।
এছাড়া অন্যান্য উন্নয়ন কাজের মধ্যে রয়েছে, ল্যাবরেটরি স্কুল ও কলেজ, কেন্দ্রীয় মসজিদের দ্বিতীয় তলা নির্মাণ, কেন্দ্রীয় লাইব্রেরির আধুনিকায়ন ও ডিজিটালাইজেশন, শিক্ষক ও কর্মচারী ভবনে লিফট স্থাপন, জেনারেটর ক্রয়, ক্যাম্পাসে এলইডি লাইট স্থাপন।
বিডি-প্রতিদিন/এমই