বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব বাংলাদেশেও অনুভূত হচ্ছে, যার ফলে ফসল উৎপাদন কমে যাচ্ছে। এ সংকট মোকাবেলায় জলবায়ু-সহিষ্ণু ফসল উৎপাদনের জন্য কৃষকদের সক্ষম করে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
তিনি এই মতামত দিয়েছেন আইসিআরএ-বিডি প্রজেক্টের আন্তর্জাতিক সেমিনারের টেকনিক্যাল সেশনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণকালে। মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে সেমিনারের শীর্ষক ছিল ‘ইন্টারন্যাশনাল সেমিনার অন ফারমার্স ক্যাপাসিটি বিল্ডিং ইনিশিয়েটিভস ফর ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাগ্রিকালচার ইন বাংলাদেশ, থ্রু লো–কার্বন ইকোসিস্টেমস। সেমিনারটি যৌথভাবে আয়োজন করেছে উন্নয়ন সংস্থা ANTAR, AJI-CLE, Japan এবং RYOBI Systems, Japan।
নোবিপ্রবি উপাচার্য ড. মুহাম্মদ ইসমাইল মিথেন গ্যাস নির্গমন হ্রাস, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং ধান চাষে Alternate Wetting and Drying (AWD) কৌশলের মাধ্যমে কৃষকদের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আইসিআরএ-বিডি প্রকল্প এবং ধানক্ষেতে AWD পদ্ধতির কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
সেমিনারের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ANTAR এর চেয়ারপারসন মো. ইমরানুল হক চৌধুরী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মাহমুদুর রহমান, বিশেষ অতিথি ছিলেন ব্রি পরিচালক ড. রফিকুল ইসলাম। এছাড়া বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. এস এম মফিজুল ইসলাম, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিজানুর রহমান এবং পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাহমুদ হোসেনসহ দেশ-বিদেশের নানা সরকারি ও বেসরকারি সংস্থার ১০০-এরও বেশি প্রতিনিধি সেমিনারে অংশ নেন।
বিডি-প্রতিদিন/আশফাক