রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে শিক্ষার্থীদের ভোটার তালিকায় অসংগতির কারণ দেখিয়ে নির্বাচনের তফসিল অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। ভোটার তালিকার অসঙ্গতি দূর করতে নির্বাচন কমিশন, রেজিস্ট্রার দপ্তর ও আইসিটি বিভাগ বৈঠক করছে। মঙ্গলবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই তিন বিভাগের বৈঠক চলছিল।
তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শওকাত আলী বলেছেন নির্ধারিত তারিখে ব্রাকসু নির্বাচন হবে। ভুল-ত্রুটি সংশোধনের জন্য জরুরি একটানা সভা করছে তিন দপ্তর।
এর আগে সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনের মাধ্যমে তফসিল স্থগিতের ঘোষণা দেন নির্বাচন কমিশনার ড. মোহ্সীন আহসান।
বিডি প্রতিদিন/হিমেল