সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।
মঙ্গলবার বিকেলে শাবিপ্রবির কেন্দ্রীয় মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান ও সাধারণ সম্পাদক নাঈম সরকারসহ অন্য নেতাকর্মীরা।
এ সময় বক্তারা খালেদা জিয়ার কর্মময় জীবন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান এবং জনগণের অধিকার ও কল্যাণে দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অতি দ্রুত আরোগ্য লাভের জন্য আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা জানানো হয়। আয়োজকরা দেশ ও জাতির জন্যও সমৃদ্ধি কামনা করেন।
সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, 'খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। তার সুস্থতা জাতীয় প্রার্থনার বিষয়। প্রার্থনা করি, খালেদা জিয়া যেন দ্রুত আরোগ্য লাভ করেন এবং আবারও জনগণের পাশে দাঁড়াতে পারেন।'
বিডি-প্রতিদিন/এমই