বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ১১তম ব্যাচের এক নবীন শিক্ষার্থীকে রাতভর র্যাগিংয়ের অভিযোগ তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খান সানজিয়া সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সালকে। সদস্য হিসেবে রয়েছেন লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. সিরাজিস সাদিক, সমাজকর্ম বিভাগের প্রভাষক মোস্তাকিম মিয়া এবং পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. লোকমান হোসেন। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ঘটনাটি ঘটে গত ২৬ নভেম্বর। পদার্থবিজ্ঞান বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাদের রাতভর র্যাগিং করা হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী আল শাহারিয়ার মোহাম্মদ মুশতাকিম মজুমদার ৩০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও বিভাগীয় চেয়ারম্যান বরাবর তিনটি পৃথক অভিযোগ জমা দিয়ে বিচার দাবি করেন।
এ বিষয়ে জানতে চাইলে পদার্থবিজ্ঞান বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ শামীম উদ্দিন বলেন, আমরা জুনিয়রদের নিয়ে পিকনিক করছিলাম। সেখানে একটু রাগারাগি হয়েছে। র্যাগিং করা হয়নি।
বিডি-প্রতিদিন/সুজন