বর্তমানে অধিকাংশ বই মেলা মানেই ঘুরে বেড়ানো আর ফুচকা-চটপটিতে মজা নেওয়া; বই কেনার প্রতি আগ্রহ অনেক কম। অনেক তরুণ ভার্চুয়াল জগতে ব্যস্ত থাকায় কলেজ ক্যাম্পাসে বই মেলা আয়োজন চ্যালেঞ্জিং মনে হতে পারে। তবে সোমবার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী বই বিনিময় উৎসব, যেখানে কোনো টাকা-পয়সার লেনদেন হয়নি।
এই উৎসবের আয়োজন করেছেন শিক্ষার্থীদের সংগঠন ‘সমতট পড়ুয়া’। শিক্ষার্থীরা তাদের পড়া বই জমা দিয়ে অন্য বই নিতে পারছে।
ক্যাম্পাসের কলা ভবনের সামনে গিয়ে দেখা যায়, গাছের গোড়ার পাকা বেদীতে বই সাজিয়ে রাখা হয়েছে। বই ঘিরে শিক্ষার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। মেলার আবহ সৃষ্টি করতে আশপাশ সাজানো হয়েছে। শিক্ষার্থীরা বই বিনিময় করতে পেরে উৎফুল্ল। সবার হাতে বই দেখা গেছে এবং পাশে ছবি তোলার জন্য একটি বুথও রাখা হয়েছে।
বই বিনিময়কারী জান্নাত চৌধুরী, তৃণা, মাইমা রহমান ও মোহিত চৌধুরী বলেন, অনেকে টিউশনি খরচের কারণে খুব বেশি টাকা রাখতে পারে না। সমতট পড়ুয়ার এই আয়োজন চমৎকার। এখানে নিজের পড়া বই জমা দিয়ে নতুন বই বিনিময় করার সুযোগ পাওয়া যায়।
সমতট পড়ুয়ার প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তি সাহা ইশিতা ও বর্তমান সভাপতি শিমুল চৌধুরী বলেন, আমরা বই নিয়ে ভালোবাসার কাজ করি। ২০১৯ সালে কলেজের কলা ভবনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে এই সংগঠন যাত্রা শুরু করে। নতুন পাঠক তৈরির পাশাপাশি কুমিল্লার সমৃদ্ধ অতীত সম্পর্কেও কাজ করছি। আজকের বই বিনিময় উৎসব থেকে আমরা ভালো সাড়া পেয়েছি।
কলেজ অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার ভঁঞা বলেন, নিজেকে বড় করতে হলে বই পড়তে হবে। সমতট পড়ূয়া পাঠক তৈরি করছে। আশা করছি, শিক্ষার্থীরা বই পড়ার পাশাপাশি বই লেখায়ও মনোনিবেশ করবে।
বিডি-প্রতিদিন/মাইনুল