শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাস্ট রাইটিং সেন্টারের উদ্যোগে প্রথমবারের মতো মাস্টার্স, এমফিল ও পিএইডি পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে আগামী ১ ও ২ ডিসেম্বর দুই দিনব্যাপী গবেষণা লিখন প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
সোমবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির কনফারেন্স কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ‘মাস্টারিং অ্যাকাডেমিক রাইটিং: ফ্রম প্ল্যানিং টু প্রোডাকশন’ শীর্ষক দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হবে।
এ প্রশিক্ষণে সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদের মোট ৪৫ শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। প্রশিক্ষণের সেশনগুলো পরিচালনা করবেন বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক, গবেষক ও আন্তর্জাতিক স্কলাররা। এতে প্রত্যেক সেশনে শিক্ষার্থীরা পাঠদান, ইন্টারেক্টিভ কার্যক্রম এবং হাতে-কলমে অনুশীলনের প্রশিক্ষণ পাবেন, যাতে তারা ধাপে ধাপে থিসিস লেখার দক্ষতা অর্জন করতে পারেন।
শাবিপ্রবি রাইটিং সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ মুরাদ বলেন, ‘প্রশিক্ষণের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের গবেষণা ও থিসিস লেখার মূল ধারণা, সুশৃঙ্খল কাঠামো, ব্যাকরণগত শুদ্ধতা এবং সুপারভাইজারের মতামত কার্যকরভাবে অন্তর্ভুক্ত করার দক্ষতা বৃদ্ধি করা। এই প্রশিক্ষণে বিশেষভাবে ফোকাস রাখা হয়েছে স্ট্রাকচারিং দ্যা থিসিস, মাস্টারিং দ্য লিটারেচার রিভিউ, ইউজিং সোর্সেস উইথ ইন্টিগ্রিটি, ডেভেলপিং একাডেমিক স্টাইল অ্যান্ড ফ্লো, এবং রিফাইনিং গ্রামার অ্যান্ড ক্ল্যারিটি।’
একই বিষয়ের উপর সাস্ট রাইটিং সেন্টারের উদ্যোগে ৮ ও ৯ ডিসেম্বর দ্বিতীয় প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এতে কৃষি ও খনিজ বিজ্ঞান, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি, জীব বিজ্ঞান ও ভৌত বিজ্ঞান অনুষদের মাস্টার্স থিসিস, এমফিল ও পিএইডি পর্যায়ের ৪৫ শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।
বিডি প্রতিদিন/নাজমুল