ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আয়োজন করেছে দেশের অন্যতম বড় ক্যারিয়ার প্ল্যাটফর্ম ‘ডিআইইউ জব উৎসব-২০২৫’। ২৯-৩০ নভেম্বর রাজধানীর সাভারের বিরুলিয়াতে অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে দুই দিনব্যাপী এ আয়োজন করা হয়।
‘Connecting Talents : Unlock the Border of Opportunities,’ থিমকে সামনে রেখে আয়োজিত এ উৎসবে ৩৫টি ইন্ডাস্ট্রির ১৫০টিরও বেশি জাতীয় ও বহুজাতিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এই মেলায় ৩,৫০০-এর বেশি লাইভ চাকরির সুযোগ এবং ১,০০০-এর বেশি ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছেন আয়োজকরা। আয়োজনটিতে ৪,০০০ স্নাতক শিক্ষার্থী, ৮,০০০-এরও বেশি অ্যালামনাইসহ মোট ৪০,০০০-এর বেশি অংশগ্রহণকারীর উপস্থিতিতি থাকবে।
২৯ নভেম্বর সকাল ১০টায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-এর অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নাবিল মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিওও মো. আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিআইইউ-এর উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল, ড. মোহাম্মদ নাদির বিন আলী, রেজিস্ট্রার মো. মনজুরুল হক খান, পরিচালক, সিডিসিসহ বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পর্যায়ের প্রশাসনিক নেতৃত্ব।
মেলায় অংশগ্রহণকারীরা অন-স্পট ইন্টারভিউ, সিভি জমাদান, বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ কার্যক্রম এবং চাকরির সুযোগ সম্পর্কে সরাসরি জানা-শোনার সুযোগ পাবেন। পাশাপাশি ৩০০-এরও বেশি মানবসম্পদ বিশেষজ্ঞের সঙ্গে নেটওয়ার্কিং, ক্যারিয়ার প্রস্তুতি বিষয়ক কর্মশালা এবং সিভি ক্লিনিকের মতো প্রয়োজনীয় সেবাও পাওয়া যাবে। এ আয়োজনটি শিক্ষার্থী ও তরুণদের ক্যারিয়ার পরিকল্পনায় সরাসরি দিকনির্দেশনা দেবে এবং সম্ভাবনাময় কর্মসংস্থানের দুয়ার উন্মোচন করবে।
বিডি প্রতিদিন/এমআই