শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবহন দফতরের কর্মচারী মোহাম্মদ মনসুরের দুই সন্তান থ্যালাসেমিয়ায় আক্রান্ত। তাদের চিকিৎসা সহায়তার জন্য বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’ আয়োজন করতে যাচ্ছে ‘কিন বই উৎসব-২০২৫’।
এবারের বই উৎসবের আয়ের প্রাপ্ত লভ্যাংশ মেজর থ্যালাসেমিয়ায় আক্রান্ত ছোট্ট আবদুল্লাহ এবং শিশু হাবিবুল্লাহর চিকিৎসায় ব্যয় হবে বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা।
বই মেলার এবারের প্রতিপাদ্য ‘পুস্তকের আলোকধারায় মানবতার উন্মেষ’। উৎসবটি ১ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় অনুষ্ঠিত হবে। এবারের বই উৎসব উৎসর্গ করা হয়েছে একুশে পদকপ্রাপ্ত কবি ও সাহিত্য সম্পাদক জাহানারা আরজুকে।
সংগঠনটির সভাপতি আরিফ বলেন, বই মানুষের ভাবনা ও দৃষ্টিকে সমৃদ্ধ করে, আর মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি করে। ‘কিন বই উৎসব’ সেই দুই ধারাকে একত্রে সামনে আনার একটি প্রচেষ্টা। পাঠকের জন্য একটি সুন্দর ও অর্থবহ বইমেলা আয়োজনের পাশাপাশি এই আনন্দকে দুই শিশুর চিকিৎসায় সহায়তায় রূপ দিতে পারাই ‘কিন’র সবচেয়ে বড় সাফল্য। পাঠকদের আন্তরিক অংশগ্রহণই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা।
বিডি-প্রতিদিন/মাইনুল