ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়াসহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় একটি পক্ষ রামদা ও চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে অপর পক্ষকে ধাওয়া করে।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া বলেন, কলেজ ক্যাম্পাসের বাইরে কিছু পোলাপান আড্ডা দিচ্ছিল। সেখানে ‘বড় ভাই ডাকা’ নিয়ে তাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের কমিটি কিংবা ছাত্রদলের সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজহারুল ইসলাম বলেন, ‘বড় ভাই ডাকা’ নিয়ে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছিল। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল