হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) স্থাপত্য বিভাগের আয়োজনে ‘IAB Accreditation Roadmap and Thesis Jury Inauguration’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে ড. কুদরাত-ই-খুদা একাডেমিক ভবনের কনফারেন্স রুমে উক্ত সেমিনারের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যা।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো.এনাম উল্যা বলেন, ‘স্থাপত্য শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে আইএবি-এর অ্যাক্রিডিটেশন প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যেহেতু আমাদের অ্যাক্রিডিটেশন নেই, তাই আমি যোগদান করার পর এ বিষয়ে অবগত হয়ে অ্যাক্রিডিটেশন পাওয়ার জন্য যেসব ক্রাইটেরিয়া পূরণ করতে হবে সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য বলেছি।’
আর্কিটেকচার বিভাগের চেয়ারম্যান এসএম নাইম হোসেন মিথুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রোভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো.শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির এবং ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. এস. এম. কামরুল হাসান। এছাড়াও সংশ্লিষ্ট অনুষদের সকল বিভাগের চেয়ারম্যানবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জুরি সদস্য ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান, আইএবিএর অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ড. মো. নওরোজ ফাতেমি, সেক্রেটারি (প্রফেশন) এম. ওয়াহিদ আসিফ, সেক্রেটারি (সেমিনার ও কনভেনশন) সাইদা আকতার। সেমিনারে স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ২৯ নভেম্বর পর্যন্ত উক্ত সেমিনার অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/জামশেদ