গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন আপডেটে যুক্ত হতে যাচ্ছে এমন একটি ফিচার, এর মাধ্যমে কর্মীদের অফিস-নিয়ন্ত্রিত ডিভাইসে থাকা টেক্সট মেসেজ সরাসরি দেখতে পারবেন নিয়োগকর্তারা। ফলে কর্মীদের মেসেজ আর পুরোপুরি ব্যক্তিগত থাকছে না, অফিস প্রধান বা আইটি বিভাগ তা মনিটর করতে পারবে।
এ সুবিধাটি আসছে গুগলের ‘রিচ কমিউনিকেশন সার্ভিসেস’ (RCS)–এর নতুন আর্কাইভিং ফিচারের মাধ্যমে। অ্যান্ড্রয়েডের সর্বশেষ এসএমএস সুবিধায় যুক্ত এই ফিচার ছবি-ভিডিও পাঠানোর পাশাপাশি কোম্পানিকে কর্মীদের মেসেজিং কার্যক্রম নজরে রাখার সুযোগ দেবে কাজের ফোনে।
গুগল জানিয়েছে, নতুন আপডেটটি সংস্থাগুলোকে প্রয়োজনীয় ডেটা সংরক্ষণে সহায়তা করবে, যাতে কর্মীরা প্রতিষ্ঠানের নিয়মনীতি অনুসরণ করছে কি না, তা নিশ্চিত করা যায়। এসব সংস্থার মধ্যে সরকারি প্রতিষ্ঠান, আর্থিক খাত, বীমা কোম্পানি কিংবা মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (SEC)–নিয়ন্ত্রিত সংস্থাগুলো অন্তর্ভুক্ত থাকতে পারে, এ তথ্য জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
অভ্যন্তরীণ তদন্ত, কমপ্লায়েন্স বা এইচআর–সংক্রান্ত কোনো বিরোধের ক্ষেত্রে অন্যান্য কোম্পানিও এ ফিচার ব্যবহার করতে পারবে।
গুগলের সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার ইয়ান মার্সানি এক ব্লগ পোস্টে লিখেছেন, নতুন ফিচারের মাধ্যমে বিভিন্ন থার্ড–পার্টি আর্কাইভাল অ্যাপকে সরাসরি গুগল মেসেজেসের সঙ্গে যুক্ত করা যাবে। এর ফলে অফিস-নিয়ন্ত্রিত ফোনে থাকা সব মেসেজ এই অ্যাপগুলোর মাধ্যমে সংরক্ষণ ও পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, কোনো প্রতিষ্ঠান যদি আইটি বিভাগের মাধ্যমে আপনার ফোন পুরোপুরি নিয়ন্ত্রণ করে, তবে আর্কাইভ অ্যাপটি পাঠানো, পাওয়া, সম্পাদিত বা মুছে ফেলা- সব মেসেজের তথ্যই কোম্পানিকে জানাবে। অর্থাৎ মেসেজের সব কনটেন্ট আইটি বিভাগ দেখতে পারবে।
নতুন সুবিধাটি গুগলের পিক্সেল স্মার্টফোন ছাড়াও অন্যান্য অ্যান্ড্রয়েড এন্টারপ্রাইজ ডিভাইসের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে। ব্যবহারকারীরা শুধু নতুন আরসিএস নয়, পুরনো এসএমএস এবং এমএমএসও এই ফিচারের আওতায় আনতে পারবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
তবে গুগল নিশ্চিত করেছে, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মতো এন্ড-টু-এন্ড এনক্রিপটেড মেসেজিং অ্যাপের বার্তাগুলো নজরদারির আওতায় আসবে না, সেগুলো ব্যক্তিগতই থাকবে।
গুগলের দাবি, ফিচারটি পুরোপুরি স্বচ্ছতার জন্য তৈরি করা হয়েছে। কর্মীরা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন, তাদের ফোন কখন কোম্পানি পর্যবেক্ষণ করছে।
বিডি প্রতিদিন/মুসা