বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কোনোভাবেই ৪৪ ক্লাবের কাছে নতি স্বীকার করতে রাজি নয়। যে কোনো পরিস্থিতি কঠোর হস্তে সামাল দিয়ে ক্রিকেট লিগ আয়োজন করবে বিসিবি। বিসিবির সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দিপন গতকাল সংবাদ সম্মেলনে স্পষ্ট করে জানিয়েছেন, প্রয়োজনে ৩২ ক্লাব নিয়ে লিগ আয়োজন করবে, ‘বিসিবি কিংবা সিসিডিএমকে আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি দেয়নি লিগ বর্জন করা ক্লাবগুলো। আমরা আনুষ্ঠানিকভাবে ২০টা দলই ধরে রাখব। যদিও আমরা লিগ বর্জনের মৌখিক বার্তা পাচ্ছি। আমরা সূচি প্রকাশ করছি ২০টা দলকে নিয়েই।’ প্রথম বিভাগ ক্রিকেট লিগ দিয়ে ঢাকার ঘরোয়া লিগ আয়োজনের পরিকল্পনা সিসিডিএমের। প্রথম বিভাগে খেলে থাকে ২০টি ক্লাব। লিগ বর্জনের হুমকি দিয়েছে ৮ ক্লাব। যদি ক্লাবগুলো খেলতে রাজি না হয়, তাহলে ১২ ক্লাব নিয়েই লিগ শুরু হবে ১৪ ডিসেম্বর। যদিও প্রাথমিকভাবে লিগ সিসিডিএমের লিগ শুরুর পরিকল্পনা ছিল ১১ ডিসেম্বর। মাঠ পুরোপুরি খেলার উপযুক্ত না হওয়ায় তিন দিন পিছিয়ে শুরু করতে যাচ্ছে। লিগের উদ্বোধনী ম্যাচ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। প্রথম বিভাগ ক্রিকেট লিগের ইতিহাসে এই প্রথম মিরপুরে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।
বিসিবির নির্বাচন শেষে নির্বাচিত পরিচালনা পর্ষদ কাজ করছে। নির্বাচনের পর থেকে ঢাকা লিগের অনেক ক্লাব জোটবন্দি হয়ে বিসিবির বিপক্ষে অবস্থান নিয়েছে। অবশ্য বিসিবির গঠনতন্ত্রের ক্যাটাগরি-২-এর ৭৬ ক্লাব বয়কটের ঘোষণা দেয়নি। ৪৪টি ক্লাব লিগ না খেলার অফিশিয়াল সিদ্ধান্ত জানিয়েছে সংবাদ সম্মেলন করে। ক্লাবগুলোর এমন সিদ্ধান্তের পর বিসিবি কঠোর অবস্থান নিয়েছে। ক্লাবগুলোর অভিযোগ কোনোভাবেই মেনে নিতে রাজি নয় বোর্ড। বিসিবির সিসিডিএম চেয়ারম্যান সংবাদ সম্মেলনে গতকাল জোড়ালোভাবে জানিয়েছেন, যে কোনো পরিস্থিতিতেই লিগ অনুষ্ঠিত হবে। যদিও আবাহনী, মোহামেডান, ব্রাদার্সের মতো বড় বড় ক্লাবগুলো লিগ বর্জনের পক্ষে অবস্থান নিয়েছে। বিসিবি বহুদিন ধরে চেষ্টা করছে এই জটিল অবস্থার সুষ্ঠু সমাধান। বিসিবি পরিচালকরা নানাভাবে চেষ্টা করেছেন ক্লাবগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে একটি মীমাংসার পথে হাঁটতে।
লিগ খেলার পক্ষে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। সংগঠনটি ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তার কথা বিবেচনায় লিগ খেলতে চাইছে। শুরুতে লিগ বর্জনের পক্ষে অবস্থান নিয়েছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এখন তিনি অবস্থান পরিবর্তন করে লিগ শুরুর পক্ষে, দাবি করেন সিসিডিএম চেয়ারম্যান। সংবাদ সম্মেলন করে লিগ বর্জনের কথা বললেও বিসিবিকে ৪৪ ক্লাব আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি দেয়নি বলেন সিসিডিএম চেয়ারম্যান দিপন, ‘প্রথমত লিগ বর্জনের বিষয়ে কোনো চিঠি আমরা কোনো ক্লাবের কাছ থেকে পাইনি। যেহেতু কোনো চিঠি পাইনি, তাই ২০টা ক্লাবকে নিয়েই আমরা সূচি প্রকাশ করছি। বিসিবি কিংবা সিসিডিএম কারও কাছেই এমন কোনো চিঠি আসেনি।’ গতকালের সংবাদ সম্মেলনে বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ, সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দিপন, পরিচালক শানিয়ান তামিম ও মুফছেদ কামাল বাবু উপস্থিত ছিলেন। লিগ আয়োজনের বিষয়ে বিসিবি সহসভাপতি ফারুক বলেন, ‘লিগ শুরুর আগে প্রত্যেকটি ক্লাবকে বাইলজ পাঠানো হয়েছে। সেখানে সব নিয়ম কানুন পরিষ্কার করে লেখা আছে।’ কোনো ক্লাব যদি লিগ বর্জন করে, তাহলে বাইলজ অনুযায়ী রেলিগেশন হবে।
প্রথম বিভাগের ৮ ক্লাব লিগ না খেলার পক্ষে অবস্থান নিয়েছে। তবে লিগ খেলার পক্ষে শাইনপুকুর ক্রিকেট ক্লাব, উত্তরা ক্রিকেট ক্লাব, বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব, শেখ জামাল ক্রিকেটার্স, লালমাটিয়া ক্লাব, বসুন্ধরা রাইডার্স, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব, ঢাকা স্পার্টানস ক্রিকেট ক্লাব, ব্লুজ ক্রিকেটার্স, বারিধারা ড্যাজলার্স, বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)।