বাংলাদেশের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলেছেন। কিন্তু আনুষ্ঠানিকভাবে অবসর নেননি জাতীয় দল থেকে। এবার আনুষ্ঠানিকতভাবে অবসর নিয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে। ৩৭ বছর বয়সি ক্রিকেটার শামসুর রহমান শুভ বরিশাল বিভাগের পক্ষে এবার জাতীয় ক্রিকেট খেলেছেন। সিলেটের বিপক্ষে গতকাল ১৭ রান করেন প্রথম শ্রেণির ক্যারিয়ারের শেষ ম্যাচে। তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন বরিশাল ও সিলেটের ক্রিকেটাররা দুবার গার্ড অব অনার দিয়ে। ক্যারিয়ারের প্রথম শ্রেণির শেষ ম্যাচে শামসুরকে অভিনন্দন জানান বাংলাদেশের প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলা মুশফিকুর রহিম। গার্ড অব অনার পেয়ে ড্রেসিং রুমে আসার সময় তার গাল বেয়ে টপ টপ করে আবেগের অশ্রু ঝরছিল। প্রথম শ্রেণির ক্যারিয়ারে শামসুর রহমান রান করেছেন ১৬০ ম্যাচে ৩৬.২৩ গড়ে ৯৬০২। সেঞ্চুরি ২৩ ও হাফ সেঞ্চুরি ৪৬টি। ৬ টেস্টে এক সেঞ্চুরিতে ২৫.৪১ গড়ে ৩০৫ রান করেন। ১০ ওয়ানডেতে ২ হাফ সেঞ্চুরিতে ২৬৬ এবং ৯ টি-২০ ম্যাচে ৮৬ রান করেছেন। ক্যারিয়ারের প্রথম শ্রেণির শেষ ম্যাচ খেলার পর শামসুর বলেন, ‘আজকে প্রথম শ্রেণির ক্রিকেটে শেষ ইনিংসটি খেললাম। জানি না কতটা অর্জন করতে পেরেছি, তবে সবসময় চেষ্টা করেছি নিজের প্রতি সৎ থাকতে। জানি, আর কখনো সাদা পোশাক গায়ে চাপিয়ে খেলোয়াড় হিসেবে মাঠে নামতে পারব না। একজন খেলোয়াড়ের জন্য মুহূর্তটি বেদনাদায়ক। সবাই আমার জন্য দোয়া করবেন।’ এ রাউন্ডটি জাতীয় ক্রিকেটের চলতি আসরের শেষ রাউন্ড। রাজশাহীতে শামসুর রহমানের বিদায়ি ম্যাচে বরিশাল ২৩৭ রানে এগিয়ে রয়েছে সিলেট থেকে। সিলেট ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহীর বিপক্ষে ময়মনসিংহকে জিততে ২০১ রান করতে হবে। মিরপুরে ইনিংস ও ১৯২ রানে চট্টগ্রামকে হারিয়েছে ঢাকা। ১৭৬ ম্যাচের ২৯৯ ইনিংসে ১০ হাজার ৩২০ রান করেন মার্শাল। সেঞ্চুরি ২৯টি। ম্যাচে ঢাকার পক্ষে আশিকুর রহমান শিবলি ১০০, আনিসুল ইসলাম ইমনু ১৮৬ ও মার্শাল আইয়ুব ১৬৫ রান করেন। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে রংপুর ৭ উইকেট হারিয়েছে খুলনাকে।
শিরোনাম
- ৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর