অ্যাশেজের ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক রীতিমতো ধস নামিয়ে দেন ইংল্যান্ড শিবিরে। ৭৫ রানে নেন ৬ উইকেট। প্রথম ইনিংসে একমাত্র জো রুটের সেঞ্চুরিতে ৩৩৪ রান সংগ্রহ করে ইংলিশরা। এবার ব্যাট হাতেও জ্বলে উঠলেন স্টার্ক। ব্রিসবেনে ইংলিশ বোলারদের শাসন করেছেন এ অসি বোলার। দলের হয়ে ১৩ চারে খেলেন ৭৭ রানের সর্বোচ্চ ইনিংস। তার ব্যাটে ভর করেই স্বাগতিকদের লিড দাঁড়িয়েছে ১৭৭ রান। কোনো সেঞ্চুরির দেখা না পেলেও অস্ট্রেলিয়ার পাঁচ ব্যাটারের হাফ সেঞ্চুরিতে তাদের প্রথম ইনিংস থামে ৫১১ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবার বিপর্যয়ে পড়ে ইংলিশরা। ১৩৪ রানে ৬ উইকেট হারিয়ে এখনো ৪৩ রানে পিছিয়ে রয়েছে ইংল্যান্ড। দুটি করে উইকেট নেন স্টার্ক, নিসার ও বোল্যান্ড।
এর আগে টেস্টের তৃতীয় দিন ৪১৬ রানে ৮ উইকেট হারানোর পর মাঠে আসেন মিচেল স্টার্ক। ব্যাট হাতে কঠিন পরীক্ষা নেন ইংলিশ বোলারদের। নিজে বোলার হয়ে বিপদে ফেলে দেন সফরকারী বোলারদের। ব্যাট চালান পুরোদুস্তুর ব্যাটারের মতোই। ৭৭ রানের ইনিংসে কোনো ছক্কা না থাকলেও ছিল ১৩টি চারের মার। স্কট বোল্যান্ডের সঙ্গে ৭৫ রানের জুটি গড়ে আউট হন স্টার্ক। অস্ট্রেলিয়ার সব ব্যাটারই রানের দেখা পেয়েছেন। ট্রাভিস হেড ৩৩, ওয়েদেরল্ড ৭২, লাবুশেন ৬৫, স্মিথ ৬১, গ্রিন ৪৫, কেরি ৬৩, ইংলিস ২৩ রান করেন।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড
প্রথম ইনিংস : ৩৩৪
দ্বিতীয় ইনিংস : ১৩৪/৬, ৩৫ ওভার
অস্ট্রেলিয়া
প্রথম ইনিংস : ১১৭.৩ ওভার ৫১১