দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। চলছে কোপা বলিভিয়া টুর্নামেন্ট। দেশটির শীর্ষ লিগের ১৬ দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে। এ টুর্নামেন্টেই ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা। একটি ম্যাচে ১৭ খেলোয়াড় লাল কার্ড দেখেছেন। বুধবার কোপা বলিভিয়ার কোয়ার্টার ফাইনালে ব্লুমিং এবং রিয়াল ওরুরো মুখোমুখি হয়েছিল। সেমিফাইনালে যেতে হলে ওরুরোকে জিততেই হতো। ওদিকে প্রথম লেগে ২-১ গোলে জেতা ব্লুমিং ড্র করলেও চলে যেত শেষ চারে। তবে সেই ম্যাচ শেষ হয় ২-২ গোলে। ফলে দুই লেগ মিলিয়ে গোল পার্থক্যে এগিয়ে সেমিফাইনালে ওঠে ব্লুমিং। অতিথি হিসেবে খেলতে নেমে ব্লুমিং ম্যাচ শেষে জয়ের উদ্যাপন করতে যাবে, কিন্তু শেষ বাঁশির পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বলিভিয়ার সংবাদমাধ্যম এল পোতোসি জানিয়েছে, ফিরতি লেগের ম্যাচ শেষে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। পরিস্থিতি শান্ত করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। সরকারি ম্যাচ রিপোর্ট অনুযায়ী ব্লুমিংয়ের সাত খেলোয়াড় লাল কার্ড দেখেছেন, আর ওরুরোর চারজন। দুই দলের কোচ এবং তাদের সহকারীরাও লাল কার্ড পেয়েছেন। মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে।