উয়েফা চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনাকে নিজেদের মাঠে পাত্তাই দিল না চেলসি। মঙ্গলবার স্ট্যামফোর্ড ব্রিজে ৩-০ গোলে কাতালানদের হারিয়েছে ইংলিশ ক্লাব চেলসি। ঘরের মাঠে পরাজিত হয়েছে ম্যানচেস্টার সিটি। পেপ গার্ডিওলার দল বায়ার লেভারকুজেনের কাছে ২-০ গোলে হেরেছে। মঙ্গলবার গভীর রাতের ম্যাচে বার্সাকে স্ট্যামফোর্ড ব্রিজে কোনো সুযোগ দেয়নি চেলসি। ম্যাচের ২৭ মিনিটে বার্সেলোনার কুন্দে আত্মঘাতী গোল করে চেলসিকে এগিয়ে দেন। প্রথমার্ধের শেষদিকে (৪৪ মিনিটে) আরাউহো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। ১০ জনের দল নিয়ে আর চেলসির বিপক্ষে সুবিধা করতে পারেনি কাতালানরা। ম্যাচের ৫৫ মিনিটে এস্তেভাও এবং ৭৩ মিনিটে ডিল্যাপ গোল করে চেলসির ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন। এ জয়ে চেলসি ১০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এলো। বার্সেলোনা ৭ পয়েন্ট নিয়ে নেমে গেছে ১৫ নম্বরে। ম্যানচেস্টার সিটি ইতিহাদ স্টেডিয়ামে বায়ার লেভারকুজেনের কাছে ২-০ গোলে পরাজিত হয়েছে। ম্যাচের ২৩ মিনিটে আলেসান্দ্রো গ্রিমালডো এবং ৫৪ মিনিটে কোফানের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লেভারকুজেন।
এ জয়ে ৮ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে অবস্থান করছে লেভারকুজেন। অন্যদিকে হেরেও ১০ পয়েন্ট সংগ্রহ করা ম্যানসিটি আছে ৬ নম্বরে। লিগ পর্বে পয়েন্ট তালিকায় শীর্ষ আটে থাকতে পারলে সরাসরি নকআউট পর্ব খেলতে পারবে। না হলে খেলতে হবে প্লে-অফ। ম্যানসিটি এখনো শীর্ষ আটে টিকে আছে। তবে বার্সেলোনার পক্ষে সামনের তিন ম্যাচে শীর্ষ আটে উঠে আসা বেশ কঠিনই হবে!
এদিকে উয়েফা চ্যাম্পিয়নস লিগে গত মঙ্গলবার জয় পেয়েছে নেপোলি, মার্সেই, বুরুসিয়া ডর্টমুন্ড, জুভেন্টাস এবং আর ইউনিয়ন এসজি। ইতালিয়ান ক্লাব নেপোলি ২-০ গোলে হারিয়েছে কারাবাখকে। ফরাসি ক্লাব মার্সেই ২-১ গোলে হারিয়েছে নিউক্যাসলকে। বুরুসিয়া ডর্টমুন্ড ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ভিয়ারিয়ালকে। এ ছাড়া তুর্কী ক্লাব গ্যালাটাসারি ১-০ গোলে হারিয়েছে আর ইউনিয়ন এসজিকে। জুভেন্টাস উত্তেজনাপূর্ণ ম্যাচে ৩-২ গোলে হারিয়েছে বোডো গ্লিমটকে। এ ছাড়া গোলশূন্য ড্র করেছে স্লাভিয়া প্রাগ ও অ্যাথলেটিক।