পেশাদার ফুটবল লিগে দ্বিতীয় জয় পেয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। গতকাল তারা ২-১ গোলে পরাজিত করেছে পিডব্লিউডিকে। মুন্সিগঞ্জ বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের ২০ মিনিটে ঘানার আবু ব্লেমেন্টের গোলে রহমতগঞ্জ এগিয়ে যায়। ৬৯ মিনিটে ম্যাচে সমতায় ফেরে পিডব্লিউডি। গোলটি করেন দুখু মিয়া। ম্যাচের একেবারে শেষের দিকে মেহেদী হাসান পলাশের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে পুরান ঢাকার দলটি। তিন ম্যাচে কিংসের সমান সাত পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছে রহমতগঞ্জ। আবাহনীর বিপক্ষে প্রথম ম্যাচে ড্র ও পরেরটা ইয়ংমেন্স ফকিরেরপুলকে হারায় তারা। পিডব্লিউডির এটি ছিল প্রথম হার। প্রথম ম্যাচে কিংসের সঙ্গে ড্র ও দ্বিতীয় ম্যাচে আরামবাগের বিপক্ষে জয় পায়। শীর্ষে থাকা দুই দল ২৯ নভেম্বর মুখোমুখি হবে।
ষাটের দশকে ঘরোয়া ফুটবলে রহমতগঞ্জ ও পিডব্লিউডি প্রথম বিভাগ লিগে খেলত। বেশ কবার দুই দলের অবনমনও ঘটে।
পেশাদার লিগে এবারই প্রথম খেলছে অফিস দল পিডব্লিউডি। নব্বইয়ে দশকের পর দুই দল আবার ফুটবলে মুখোমুখি হলো।