টার্গেট মাত্র ১৯১ রান। ওভারপ্রতি ৪ রানেরও কম। প্রতিপক্ষ দলে রশিদ খানের মতো বিশ্বসেরা লেগ স্পিনার থাকার পরও জয়ের স্বপ্ন দেখেছিল মিরাজ বাহিনী। আবুধাবির শেখ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে মামুলি রান টপকাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে টাইগারদের ব্যাটিং লাইন। ২১.৩ ওভার হাতে রেখে মাত্র ১০৯ রানে গুটিয়ে হেরেছে ৮১ রানে। টানা দুই হারে এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজ হেরেছে মিরাজ বাহিনী। আগামীকাল হোয়াইওয়াশ এড়াতে খেলবেন টাইগাররা। অথচ শারজাহতে দুর্দান্ত পারফরম্যান্সে আফগানিস্তানকে হোয়াইওয়াশ করেছিল টি-২০ সিরিজে। সেই ধারাবাহিকতার ছিঁটেফোঁটা ছিল না ওয়ানডে সিরিজে। শুধু তাই নয়, আফগানিস্তানের কাছে টানা তিন ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। অথচ টাইগার ক্রিকেটারদের সবচেয়ে প্রিয় ফরম্যাট ওয়ানডে। টানা সিরিজ হেরে যাওয়ায় বাংলাদেশের এখন কঠিন হয়ে গেছে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা। সিরিজ হারের পর টাইগার ব্যাটাররা চরমভাবে সমালোচিত হচ্ছেন। সিরিজের দুই ম্যাচে শতরানের জুটি হয়েছে মাত্র একটি। প্রথম ওয়ানডেতে ১০১ রানের জুটি গড়েছিলেন টাইগার অধিনায়ক মিরাজ ও তাওহিদ হৃদয়। ছিল না পঞ্চাশ ঊর্ধ্ব জুটি। ওপেনারদের ছিল না কোনো উল্লেখ করার মতো জুটি। পুরোপুরি ব্যর্থ হয়েছেন বাঁ-হাতি ওপেনার তানজিদ তামিম। দুই ম্যাচে তার স্কোর ০ ও ১০। প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে খেলতে নামা সাইফ হাসানের স্কোর ২৬ ও ২২। হৃদয়ের স্কোর ২৪ ও ৫৬, সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৭ ও ২, জাকের আলি ১৮ ও ১০, নুরুল হাসান সোহান ১৫ ও ৭। অধিনায়ক মিরাজ ৪ ও ৬০ রান করেন। প্রথম ওয়ানডেতে ২২১ ও দ্বিতীয় ওয়ানডেতে ১০৯ রান করেছে মিরাজ বাহিনী। ২৮.৩ ওভারে ১০৯ রানে অলআউটে বিস্মিত টাইগার স্পিন কোচ মুশতাক আহমেদ। তিনি মিডিয়ার মুখোমুখিতে বলেন, ‘ব্যাটারদের বোলার দেখে নয়, বল দেখে খেলা উচিত। দলের ক্রিকেটাররা রশিদ খানকে খেলেছেন। তার বল খেলেননি।’ পরিসংখ্যান জানাচ্ছে, গত ১০ ম্যাচে বাংলাদেশ জিতেছে মাত্র এক ম্যাচে। হেরেছে ৯টি। ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপের পর ডেভিড হেম্পের জায়গায় ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পান মোহাম্মদ সালাউদ্দিন। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাউদ্দিন ব্যাটিং কোচের দায়িত্ব পাওয়ার পর টাইগারদের পারফরম্যান্সের গ্রাফ নিম্নমুখী। সর্বশেষ ১০ ইনিংসে আড়াই শর নিচে স্কোর করেছে ছয়টিতে। ৩০০ রান করেছে এক ম্যাচে। দুই শর নিচে অলআউট হয়েছে দুবার।
শিরোনাম
- ৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর