বৃষ্টির শহর দিয়ে নিভৃতে হেঁটে যেতে যেতে
অনেকগুলো পতনের দাগ নিয়ে ঘরে ফিরি,
অনেকগুলো রোদের আয়ু কুড়িয়ে না
পাওয়ার আফসোস লেগে আছে বুকে
মুখ দিয়ে শুধু কিছু শব্দহীন নৈবেদ্য ভঙ্গিমা
ওড়াওড়ি করে,
ছায়ারা হাঁসফাঁস করে করে সবুজ অন্ধকার
নিয়ে আসে, সাথে উপচে পড়া বৃষ্টি,
বৃষ্টির ভিতরই দাঁড়িয়ে থাকি জড়তাহীন,
আরও একবার পতনের দাগ কুড়িয়ে
নিতে নিতে হয়তো একদিন
আমৃত্যু রোদের হামসাফার হবো!