বাংলাদেশ বিমান বাহিনী ও লিওনার্দো এস.পি.এ ইতালির মধ্যে লেটার অব ইনটেন্ট (LOI) স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার বিমান বাহিনী সদর দপ্তরে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এইচ.ই. আন্তোনিও আলেসান্দ্রো’র উপস্থিতিতে লেটার অব ইনটেন্ট স্বাক্ষরিত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, উক্ত অনুষ্ঠানে প্রিন্সিপাল স্টাফ অফিসার, বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ এবং ইতালির সংশ্লিষ্ট প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনীর সম্মুখ সারিতে যু্দ্ধে অংশগ্রহণকারী অত্যাধুনিক Multi-Role Combat Aircraft এর অংশ হিসেবে এই লেটার অব ইনটেন্ট-এর আওতায় লিওনার্দো এস.পি.এ (Leonardo S.p.A) বাংলাদেশ বিমান বাহিনীকে Eurofighter Typhoon যুদ্ধবিমান সরবরাহ করবে।
বিডি-প্রতিদিন/বাজিত