বায়ুদূষণ রোধে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩২টি মামলায় ২ লাখ ৫৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি হাইড্রোলিক হর্ন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।
শনিবার (২৯ নভেম্বর) দূষণবিরোধী অভিযানে এই জরিমানা করা হয়। এদিন বিআরটিএ, সিটি করপোরেশন, রাজউক, পুলিশ, র্যাব, বিএনসিসি, বাংলাদেশ স্কাউট, গ্রিন ভয়েস, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এতে পরিবেশ অধিদপ্তরের পাশাপাশি ১০ জন ম্যাজিস্ট্রেট অভিযানের নেতৃত্ব দেন।
অভিযানে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুসারে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) ও উত্তরা এলাকায় ৫টি মামলায় ১১ হাজার টাকা জরিমানার পাশাপাশি ১২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এসময় একাধিক যানবাহনের চালককে সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়।
অন্যদিকে মানমাত্রার বেশি কালো ধোঁয়া নির্গমন করায় আইইবি এলাকায় ১৫টি মামলায় ৭০ হাজার টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে বেশ কয়েকটি যানবাহনের চালককে সতর্ক করা হয়।
বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ এর লঙ্ঘন করায় বসিলা মোহাম্মদপুর ও উত্তরা দিয়াবাড়ি এলাকায় অভিযানে ৮টি মামলায় ১ লাখ পঞ্চান্ন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা লঙ্ঘন করে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করায় উত্তরায় পাঁচটি মামলায় ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সেই সাথে বাজার, সুপারশপ ও দোকান মালিকদের নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধে সচেতন করার জন্য লিফলেট বিতরণ করা হয়।
পরিবেশ সুরক্ষা এবং জনস্বার্থে আগামীতেও সারাদেশে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।
বিডি প্রতিদিন/কামাল