বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, আগামী নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলে নারীদের অধিকার বাস্তবায়ন করা হবে। নারীদের উপর কেউ অন্যায়,অত্যাচার নিপীড়ন করতে পারবে না। এমনকি নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে।
বুধবার (২৬ নভেম্বর) নরসিংদীর সদর উপজেলার চিনিশপুর ঈদগাহ মাঠে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মহিলা দলের আয়োজিত নারী সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা বলেন, বিগত সময়ে বেগম খালেদা জিয়া নারীদের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির চালু করেছিলেন। তিনি অ্যাসিড নিক্ষেপকারীদের মৃত্যুদণ্ডের পাশাপাশি যৌতুক প্রথার বিরুদ্ধে ব্যবস্থাসহ নারীদের কল্যাণে যুগান্তকারী প্রদক্ষেপ নিয়েছিলেন। তাই আগামী দিনেও তারেক রহমান নারীদের জন্য ফ্যামিলি কার্ড, নারীর ক্ষমতায়নসহ নারীর অধিকার প্রতিষ্ঠা করবে।
এসময় কর্মসূচিতে বিএনপির স্বনিভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা, নরসিংদী সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, নরসিংদী শহর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক উদ্দীন ভূঁইয়া, নরসিংদী জেলা মহিলা দলের সভাপতি উম্মে সালমা মায়া, সাধারণ সম্পাদক স্বপ্না আহমেদ, সদর উপজেলা মহিলা দলের তাহমিনা হামিদ, মনিরা বেগমসহ অনেকে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কামাল