জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষার জন্য শিল্পে ব্যবহৃত রঙ (Industrial Paint), অ্যালুমিনিয়ামের বাসনপত্র এবং শিশুদের খেলনায় সিসার উপস্থিতি নিয়ন্ত্রণে হালনাগাদ বাংলাদেশ মান (বিডিএস) বাস্তবায়ন এবং কঠোর আইন প্রয়োগের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।
মঙ্গলবার রাজধানীতে অনুষ্ঠিত ‘সিসার বিষক্রিয়া প্রতিরোধ এবং শিল্পে ব্যবহৃত রঙ, রান্নার বাসনপত্র ও খেলনার মানদণ্ড হালনাগাদকরণ’ বিষয়ক উচ্চপর্যায়ের নীতি নির্ধারণী সংলাপে বক্তারা এই আহ্বান জানান।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), ইউনিসেফ এবং এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো) যৌথভাবে আয়োজিত এই পলিসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও এসডো’র চেয়ারপারসন সৈয়দ মার্গুব মোর্শেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএসটিআই’র মহাপরিচালক (গ্রেড-১) এস এম ফেরদৌস আলম। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন বিএসটিআই মান উইং’র পরিচালক মো. সাইদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মার্গুব মোর্শেদ বলেন, সিসা একটি নীরব ঘাতক যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে, বিশেষ করে শিশুদের মেধা ও স্নায়ুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে। এটিকে নিয়ন্ত্রণ করতে হবে। সরকার ইতোমধ্যে এ ক্ষতি কমাতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। আমাদের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শিশুদের সিসার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে হবে।
তিনি আরও বলেন, ডেকোরেটিভ রঙের ক্ষেত্রে আমরা সাফল্য পেয়েছি, কিন্তু শিল্পক্ষেত্রে ব্যবহৃত রঙ এবং নিত্যব্যবহার্য পণ্য যেমন বাসনপত্র ও খেলনায় সিসার ব্যবহার বন্ধ করতে এখনই কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আজকের নীতি সংলাপ সংশ্লিষ্ট সব সংস্থাকে এক ছাতার নিচে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিএসটিআই’র মহাপরিচালক এস এম ফেরদৌস আলম বলেন, বিএসটিআই ইতোমধ্যে ডেকোরেটিভ পেইন্টে সিসার মাত্রা ৯০ পিপিএম নির্ধারণ করে দক্ষিণ এশিয়ায় দৃষ্টান্ত স্থাপন করেছে। বর্তমানে শিল্প, মেরিন এবং অটোমোবাইল পেইন্টের জন্য বাংলাদেশ মান (বিডিএস) প্রণয়ন করা হচ্ছে। আজকের আলোচনার সুপারিশমালা আমাদের মান হালনাগাদ ও বাস্তবায়নে সহায়ক হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের প্রফেসর ড. সৈয়দ মো. সামসুদ্দিনের সভাপতিত্বে ও সঞ্চালনায় বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো: আরজু মিয়া।
এ ছাড়া আলোচনায় অংশ নেন আইইডিসিআর’র পরিচালক প্রফেসর ড. তাহমিনা শিরিন, এসডো’র নির্বাহী পরিচালক সিদ্দিকা সুলতানা, ইউনিসেফের স্বাস্থ্য বিশেষজ্ঞ ড. প্রিসিলা ওবিল, নিপসন, আইসিডিডিআরবি, এশিয়ান পেইন্টস, বার্জার পেইন্টস এবং পেইন্টস এসোসিয়েশনের প্রতিনিধিরা।
বিডি-প্রতিদিন/মাইনুল