নরসিংদীর এন আর স্পিনিং মিলের তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত ১০টায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় প্রায় ১৫ ঘণ্টা পর গতকাল দুপুরে আগুন নিয়ন্ত্রণে আসে।
কারখানা কর্তৃপক্ষ জানায়, রাত ১০টায় মিল এলাকার ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তেই সম্পূর্ণ গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। তুলা থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়। খবর পেয়ে নরসিংদী, মাধবদী, পলাশ ও নারায়ণগঞ্জের আটটি ফায়ার ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। দমকল বাহিনীর সঙ্গে কারখানার শ্রমিক ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রায় ১৫ ঘণ্টার চেষ্টায় গতকাল দুপুরে আগুন নিয়ন্ত্রণে আসে।
এন আর স্পিনিং মিলের ডিজিএম (একাউন্টস্) ফারুকুজ্জামান বলেন, তুলার গোডাউনের পাশে থাকা একটি বৈদ্যুতিক তার গাছে স্পার্ক করে। ওই সময় আগুনের একটি ফুলিঙ্গ তুলার ওপর পড়ে। সঙ্গে সঙ্গে আগুন গোডাউনে ছড়িয়ে পরে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মিলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রায়হান বলেন, আগুনের তীব্রতা বেশি থাকায় নিয়ন্ত্রণে আনতে বেগ পোহাতে হয়েছে।