রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতির অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন। তিনি বলেন, আবদুল হামিদের বিরুদ্ধে রাষ্ট্রপতি থাকাকালে ব্যক্তিগত সুখবিলাসের জন্য ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিকুঞ্জ-১ আবাসিক এলাকায় সাজসজ্জা এবং সৌন্দর্যবর্ধন প্রকল্প বাবদ রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা যায়, নিকুঞ্জের লেকড্রাইভ রোডের ৬ নম্বর প্লটে আবদুল হামিদের ডুপ্লেক্স বাড়ি রয়েছে। সে বাড়ি ঘিরে সাজসজ্জায় অর্থ ব্যয়ের একটি প্রতিবেদন গণমাধ্যমে আসার পর অনুসন্ধানের উদ্যোগ নেয় দুদক। দুদক জানায়, অনুসন্ধানের তালিকায় তার তিন ছেলের নামও এসেছে। তারা হলেন- সাবেক এমপি রেজওয়ান আহমেদ তৌফিক, রাসেল আহমেদ তুহিন ও রিয়াদ আহমেদ তুষার। অনুসন্ধানের জন্য দুদকের উপপরিচালক মামুনুর রশিদ চৌধুরীর নেতৃত্বে একটি টিম গঠন করা হয়েছে।