ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন প্রায় দুই লাখ প্রবাসী বাংলাদেশি। যারা একই দিন গণভোটও দেবেন। প্রবাসীদের পাশাপাশি দেশে যে তিন শ্রেণির ভোটার পোস্টাল ভোট দেবেন তাদের নিবন্ধন শুরু হবে তফসিল ঘোষণার দিন থেকে। ১০ ডিসেম্বরের পর তফসিল ঘোষণার কথা বলেছে কমিশন। ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে সংসদ নির্বাচন ও গণভোট হবে একই দিনে। ইতোমধ্যে দেশের ভিতরে তিন ধরনের ব্যক্তিকে অ্যাপে নিবন্ধনের জন্য ১৫ দিন সময় দেওয়ার কথা জানিয়েছে ইসি।
গতকাল ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন’ প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান গণমাধ্যমকে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা নির্বাচনি তফসিল ঘোষণার তারিখ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
প্রবাসীদের নিবন্ধনও ২৫ ডিসেম্বর পর্যন্ত : ইসি সূত্রে জানা গেছে, প্রবাসীরা ২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করার সুযোগ পাবেন। আর দেশের ভিতরে তিন ধরনের ব্যক্তি পোস্টাল ভোটিংয়ের নিবন্ধনের জন্য ১৫ দিন সময় পাবেন। ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করা হয়। পরদিন থেকে ধারাবাহিকভাবে বৈশ্বিক অঞ্চলভিত্তিক নিবন্ধন শুরু হয়। পরে রাজনৈতিক দল ও প্রবাসীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে প্রবাসীদের জন্য ‘আউট অব কান্ট্রি ভোটিং’ নিবন্ধনের সময়সীমা ১৮ ডিসেম্বর থেকে বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে। গতকাল বেলা ১টা পর্যন্ত ১ লাখ ৯৫ হাজার প্রবাসী বাংলাদেশি ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। নিবন্ধিতদের মধ্যে ১ লাখ ৭৫ হাজার পুরুষ, ১৯ হাজারেরও বেশি রয়েছেন নারী ভোটার। সবচেয়ে বেশি নিবন্ধন করেছে সৌদি আরব থেকে ৩৮ হাজারেরও বেশি। এরপর যুক্তরাষ্ট্র থেকে ১৯ হাজারেরও বেশি, সিঙ্গাপুরে ১১ হাজারেরও বেশি, মালয়েশিয়ায় প্রায় ১১ হাজার, যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাত থেকে ১০ হাজারেরও বেশি নিবন্ধন করা হয়েছে।