ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে যাওয়া সিংহটিকে খাঁচায় ফেরানো হয়েছে। গতকাল সন্ধ্যার পর বন্দুকের মাধ্যমে অ্যানেস্থেসিয়া দেওয়ার পর অচেতন হয়ে গেলে সেটিকে খাঁচায় নিয়ে যাওয়া হয়। এর আগে বিকাল পৌনে ৫টার দিকে সেটি বেরিয়ে যায়। স্ত্রী সিংহটির নাম ডেইজি। চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার সাংবাদিকদের বলেন, ‘সন্ধ্যার পর সিংহটিকে চেতনানাশক ইনজেকশন পুশ করা হয়। এর কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে গেলে সেটিকে ধরে ফের খাঁচায় ঢুকানো হয়। এই ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই।’
সিংহটি কীভাবে বেরিয়ে গেল এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হয়তো বা তালা লাগানো হয়নি। কারণ কোথাও গ্রিল ফাঁকা বা ভাঙা নেই। দরজা দিয়ে বের হওয়ার সম্ভাবনা বেশি।’ এ ব্যাপারে রাতেই তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।