কক্সবাজারের টেকনাফে নাফ নদ থেকে ছয় জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি। বুধবার ঝিমংখালী নাফ নদ সংলগ্ন এলাকায় দুটি মাছ ধরার নৌকা থামিয়ে ছয়জনকে ধরে নিয়ে যায়। গতকাল বিকালে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল মোস্তফা লালু বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, আটকদের মধ্যে দুজন স্থানীয় বাংলাদেশি এবং চারজন রোহিঙ্গা।
এদিকে গ্লোবাল আরাকান নেটওয়ার্ক নিউজ দাবি করেছে, মিয়ানমারের জলসীমায় অনুমতি ছাড়া প্রবেশ ও অবৈধভাবে মাছ ধরার অভিযোগে আরাকান কোস্টাল সিকিউরিটি ফোর্স আরও ছয় বাংলাদেশিকে আটক করেছে। সামুদ্রিক ও নিরাপত্তা আইনে আটক জেলেদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম জানান, ভুক্তভোগী পরিবারের কেউ এখনো প্রশাসনের কাছে অভিযোগ করেনি। তবে বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।