চাঁপাইনবাবগঞ্জের আদালতে জামিন পেলেও দেশে ফেরা হচ্ছে না আলোচিত অন্তঃসত্ত্বা সোনালীসহ ছয় ভারতীয় নাগরিকের। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা দেশে ফিরতে পারবেন না। আপাতত চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা মহল্লার জিম্মাদার ফারুক হোসেনের বাড়িতে থাকতে হবে তাদের। আগামী ২৩ ডিসেম্বর হাজিরার পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। গতকাল আদালতে হাজিরা শেষে এ তথ্য নিশ্চিত করেন তাদের আইনজীবী একরামুল হক পিন্টু। ভারতীয়রা হলেন- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার পাকুরের দানিশ শেখ (২৮), তার স্ত্রী সোনালী বিবি (২৬), সুইটি বিবি (৩৩) ও তার দুই সন্তান, কুরবান দেওয়ান (১৬) ও ইমাম দেওয়ান (৬) ও সোনালী বিবির সন্তান সাব্বির শেখ (৮)। এর আগে গত সোমবার (১ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (তৃতীয় আদালত) মো. আশরাফুল ইসলাম তাদের জামিন মঞ্জুর করেন এবং ওইদিন রাতেই জেলা কারাগার থেকে তারা জামিনে বেরিয়ে আত্মীয়র বাড়িতে ওঠার প্রায় দুই ঘণ্টা পর পুলিশ তাদের আবারও হেফাজতে নেয়। পরে মঙ্গলবার আদালত থেকে তাদের জিম্মাদার ফারুক হোসেনের কাছে হস্তান্তর করা হয়। এদিকে গতকাল সকালে আদালতে হাজিরা শেষে তাদের স্থানীয় এক আত্মীয়ের বাড়িতে ফিরে যান।
এ ব্যাপারে তাদের আইনজীবী একরামুল হক পিন্টু বলেন, সোনালী খাতুন যে কোনো সময় বাচ্চা প্রসব করতে পারেন। এ বিষয়টি বিবেচনায় নিয়ে তিনিসহ বাকিদেরও জামিন দেওয়া হয়েছে। তবে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা নিজ দেশে ফিরতে পারবেন না।