জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে ‘আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ’ পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল আসামির উপস্থিতিতে ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। এরপর এই মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
আদালতে ইনুর রিভিউ আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও সিফাত মাহমুদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আর সূচনা বক্তব্য তুলে ধরেন প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার।
জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে উসকানি, ষড়যন্ত্র, হত্যা, আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও নিপীড়নমূলক কৌশলে সমর্থনসহ মানবতাবিরোধী অপরাধের আটটি অভিযোগ আনে প্রসিকিউশন। গত ২৫ সেপ্টেম্বর মামলাটির আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে তা আমলে নেন ট্রাইব্যুনাল। পরে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। গত ২৮ অক্টোবর শুনানি শেষ হলে ২ নভেম্বর আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। পরে এই আদেশ পুনর্বিবেচনা করতে আবেদন করেন ইনুর আইনজীবী। ২৭ নভেম্বর আবেদনের ওপর শুনানি হয়। শুনানিতে পুনর্বিবেচনার আবেদন বাতিলের আরজি জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আর আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন ইনুর আইনজীবী। পুনর্বিবেচনার আবেদনে জুলাই অভ্যুত্থানকে ‘তথাকথিত’ বলে উল্লেখ করায় এ নিয়ে তীব্র আপত্তি জানায় প্রসিকিউশন। আদেশের পর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এ নিয়ে ব্রিফ করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।