মধ্যপ্রাচ্যের ছয় দেশ ও মালয়েশিয়ায় প্রবাসী ভোটার নিবন্ধন আবারও চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঠিকানা জটিলতার কারণে এ সাত দেশের নিবন্ধন বন্ধ ছিল। গতকাল ইসির জনসংযোগ শাখা থেকে বিষয়টি জানানো হয়। ইসি জানায়, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত ও মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি ভোটারদের নিবন্ধন কার্যক্রম শনিবার সকাল থেকে পুনরায় চালু করা হয়েছে। এতে ব্যালট পেতে পোস্টকোডসহ সঠিক ঠিকানা ব্যবহার, প্রয়োজনে বন্ধু বা আত্মীয়ের ঠিকানা অথবা নিকটস্থ সুপরিচিত কোনো প্রতিষ্ঠান বা ভবনের ঠিকানা ব্যবহার করার অনুরোধ জানিয়েছে ইসি।
নিবন্ধন ছাড়াল ৮৬ হাজার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে গতকাল সন্ধ্যা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন ছাড়িয়েছে ৮৬ হাজার। ১৯ নভেম্বর শুরু হওয়া নিবন্ধন কার্যক্রম চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। নির্দিষ্ট সময়ে সংশ্লিষ্ট প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠিয়ে দেবে নির্বাচন কমিশন। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন। গতকাল ইসির ওয়েবসাইট থেকে বিষয়টি জানা গেছে।