লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা ১৭৫ বাংলাদেশি দেশে ফিরছেন আজ। লিবিয়ার বাংলাদেশ দূতাবাস ও আইওএম যৌথভাবে তাদের ফিরিয়ে আনছে। গতকাল ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস সূত্র এ তথ্য জানায়।
দূতাবাস জানায়, ২৬ নভেম্বর লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টার পরিদর্শন করে। পরিদর্শনকালে রাষ্ট্রদূত ডিটেনশন সেন্টারে আটক থাকা বাংলাদেশি নাগরিকদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সার্বিক অবস্থার খোঁজখবর নেন। সেখানে রাষ্ট্রদূত জানিয়েছিলেন, দূতাবাস দ্রুত সময়ে সবাইকে দেশে ফেরত পাঠাতে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করেছে। প্রক্রিয়া সম্পন্ন হলে ৩০ নভেম্বর আইওএমের সহায়তায় ১৭৫ জনকে দেশে ফেরত পাঠানো সম্ভব হবে। পরিদর্শনকালে রাষ্ট্রদূত তাজুরা ডিটেনশন সেন্টার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি সাগর থেকে বাংলাদেশি নাগরিকদের উদ্ধার এবং পরবর্তী মানবিক সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিক কৃতজ্ঞতা জানান। এ সময় দূতাবাসের প্রথম সচিব (শ্রম) উপস্থিত ছিলেন।