ঝিনাইদহ শহরের পবহাটি সিটি মোড়ে চাচা মুরাদ হোসেনকে (৪০) কুপিয়ে হত্যা করেছে ভাতিজার নেতৃত্বে সন্ত্রাসীরা। মুরাদ পবহাটি গ্রামের মণ্ডলপাড়ার মৃত আবজালের ছেলে এবং পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। গতকাল বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। ভাতিজা ও তার সহযোগীরা পলাতক।
প্রতিবেশী ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পবহাটি গ্রামের মৃত আবজাল মণ্ডলের জমিজমা নিয়ে ছেলেদের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে আলম মণ্ডলের ছেলে সৌরভ গতকাল দুপুরে সঙ্গীদের নিয়ে চাচা মুরাদের ওপর হামলা চালান। তারা চাচাকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যান। স্থানীয় লোকজন মুরাদকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ওসি আবদুুল্লাহ আল মামুন জানান, পারিবারিক বিরোধেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘাতক ভাতিজা ও তার সঙ্গীদের ধরতে পুলিশি তৎপরতা চলছে।