নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের খবর –
নারায়ণগঞ্জ : বন্দরে চোর সন্দেহে পারভেজ (৩০) নামে এক নির্মাণশ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সকালে বন্দরের সোনাচড়া এলাকার মেসবাহ উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। পারভেজ সিদ্ধিরগঞ্জের বার্মাশীল এলাকার মৃত তারা মিয়ার ছেলে। তিনি বন্দরের ঢাকেশ্বরী এলাকায় বুলবুল মিশার বাসায় ভাড়া থাকতেন। নিহতের স্ত্রী খাদিজা বেগম বলেন, পারভেজ নির্মাণশ্রমিক। রাতে তাকে ধরে নিয়ে বৈদ্যুতিক তার চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, খবর পেয়ে মেসবাহ উদ্দিনের বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
ব্রাহ্মণবাড়িয়া : নগরকান্দায় চোর সন্দেহে গণপিটুনিতে মো. শাহীন (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। রবিবার দিবাগত রাত ২টার দিকে রামনগর ইউনিয়নের দেবীনগর গ্রামের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) আসিফ ইকবাল জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি। কী কারণে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ।
কুমিল্লা : চান্দিনায় ছিনতাইকারী সন্দেহে বাড়ি থেকে ধরে এনে মো. মুসা নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার বরকরই ইউনিয়নের চাঁদসার গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার লাশ উদ্ধার করে পুলিশ। মুসা (২৬) বরকরই ইউনিয়নের কাদুটি গ্রামের আলাউদ্দিনের ছেলে। স্থানীয় সূত্র জানায়, রবিবার রাত ১২টার দিকে ময়নাল ও তোফাজ্জলসহ কয়েকজন ব্যক্তি মুসাকে তার বাড়ি থেকে ধরে নিয়ে পিটুনি দেন।