বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে। বোর্ডের এক সূত্র জানান, বেগম খালেদা জিয়া বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে রবিবার রাতে হাসপাতালে ভর্তি হন। জটিলতাগুলো না
কাটলে তাঁকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) বা হৃদযন্ত্রের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে নেওয়ার প্রয়োজন হতে পারে। দলীয় সূত্র রবিবার রাতে জানিয়েছিল, স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকার বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে আনার পর পরীক্ষানিরীক্ষা শেষে তাঁকে ভর্তি করা হয়। তিনি এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে আছেন। গতকাল সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। অধ্যাপক ডা. জাহিদের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন তাঁর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের একজন সদস্য গতকাল সন্ধ্যায় বলেন, ম্যাডাম ঠান্ডা ও কাশিতে ভুগছেন। এ ছাড়াও তাঁর মাল্টি ডিজিস জটিলতা কিছুটা বেড়েছে। বয়সের কারণে সব চিকিৎসা একসঙ্গে দেওয়া যাচ্ছে না। গতকাল বেশ কয়েকটি পরীক্ষা করা হয়েছে। আরও পরীক্ষা করা হবে। পরীক্ষার রিপোর্ট ভালো-খারাপ দুটিই আছে। পরীক্ষানিরীক্ষার রিপোর্ট নিয়ে গতকাল মেডিকেল বোর্ড বৈঠকে বসে। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার সপ্তাহখানেক হাসপাতালে থাকতে হতে পারে।
বিএনপির সূত্রে জানা গেছে, লন্ডন থেকে তাঁর বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। এ ছাড়া ঢাকায় বেগম জিয়ার পাশে আছেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।