সৌদি আরবে অপহরণের শিকার হন মো. রাসেল নামে এক প্রবাসী বাংলাদেশি। তাঁকে ছাড়াতে দেশে তাঁর স্ত্রী ও শ্বশুরের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। দেশের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অপহরণকারী চক্রের সদস্যরা প্রায় ৩৫ লাখ টাকা হাতিয়ে নেয়। এরপর সৌদিতে মুক্ত হন অপহৃত ভুক্তভোগী রাসেল। এ ঘটনায় বুধবার মাগুরার শালিখা খোলাবাড়ী গ্রামের আবদুল গনি মোল্যার ছেলে জিয়াউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানান। তিনি বলেন, অপহরণের শিকার ভুক্তভোগী রাসেল ২০ বছর ধরে সৌদি আরবে বসবাস করেন। চলতি বছরের ১২ জানুয়ারি সকালে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে তাঁকে সৌদি আরবের রিয়াদ শহর থেকে অপহরণ করে নিয়ে যান। পরে তারা রাসেলের বড় ভাই সাইফুল ইসলামের কাছে অজ্ঞাতনামা ইমো আইডি এবং ভিওআইপি কলের মাধ্যমে যোগাযোগ করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে রাসেলকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। রাসেলের বড় ভাই সাইফুল ইসলামসহ অন্যরা উপায়ান্তর না পেয়ে অজ্ঞাতনামা আসামিদের ৩৫ লাখ টাকা মুক্তিপণ দেন। এরপর রাসেলকে রিয়াদ শহরের রাস্তার পাশে অচেতন অবস্থায় ফেলে যায় অপহরণকারীরা। এ ঘটনায় রাসেলের শ্বশুর গত ২১ জানুয়ারি বাদী হয়ে খিলগাঁও থানায় একটি মামলা করেন। সিআইডি জানায়, ব্যাংকের হিসাব নম্বরগুলোর তথ্যাদি পর্যালোচনা করে গ্রেপ্তার জিয়াউর ওই চক্রের একজন সক্রিয় সদস্য বলে তথ্য পাওয়া যায়। তিনি সৌদিতে অবস্থিত অজ্ঞাতনামা অপহরণকারীদের যোগসাজশে মুক্তিপণ থেকে ৫ লাখ টাকা কমিশন নেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। জিয়াউরসহ এ মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নির্দেশে জিয়াউরকে গতকাল কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সিআইডি।
শিরোনাম
- ৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর
প্রকাশ:
০০:০০, শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
আপডেট:
০১:৪২, শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
সৌদিতে অপহরণ বাংলাদেশে মুক্তিপণ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর