সবুজ গাছের ফাঁকে টকটকে লাল ড্রাগন। খেতে সুস্বাদু ও পুষ্টিকর ড্রাগন চাষে ভাগ্য বদল হয়েছে অনেক তরুণ-যুবকের। চাষে খরচ কম, লাভ বেশি। গত ১০ বছরে খুলনা ও যশোরের বিভিন্ন উপজেলায় ড্রাগন ফলের আবাদ বেড়েছে প্রায় পাঁচ গুণ। উচ্চশিক্ষিত তরুণ-যুবকদের বাণিজ্যিকভাবে ড্রাগন চাষে আগ্রহ দিনদিন বাড়ছে। ২০০৪ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত দুবাইয়ে ছিলেন যশোরের কেশবপুরের যুবক আইয়ুব হোসেন। দেশে ফিরে শখের বসে ৫৯ শতাংশ জমিতে ড্রাগন ফলের বাগান করেন। বর্তমানে সেই জমি থেকে বছরে আয় করছেন ৬ থেকে ৭ লাখ টাকা। তার দেখাদেখি গ্রামের অসংখ্য যুবক-তরুণ ড্রাগন চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। শুরুতে ৫৯ শতাংশ জমিতে আইয়ুব হোসেন সাড়ে চার হাজার ড্রাগনের চারা রোপণ করেন। ওপরে নেট দিয়ে মাটিতে সারি সারি পিলারের প্রতিটিতে চারটি চারা ও পিলারের ফাঁকে বাঁশের চটায় আরও দুটি করে চারা লাগান। লাভজনক হওয়ায় গত বছর আরও ৪৩ শতাংশ জমিতে একইভাবে সাড়ে ৩ হাজার চারা রোপণ করেন। বাগান থেকে প্রতিবার কয়েক মণ করে বছরে ১০-১২ বার ড্রাগন বিক্রি করা হয়। আইয়ুব হোসেন বলেন, কোনো রাসায়নিক বা কীটনাশক ছাড়া প্রাকৃতিকভাবে উৎপন্ন ড্রাগন ফলের চাহিদা রয়েছে। শুরুতে জমি প্রস্তুত, সার দেওয়া, চারা লাগানো ও সেড তৈরির জন্য অনেক টাকার প্রয়োজন হয়। আগ্রহ থাকলেও অনেক তরুণই ড্রাগন চাষে আসতে পারেন না। সরকার এ ক্ষেত্রে প্রশিক্ষণ ও ঋণ সহায়তা দিয়ে আগ্রহীদের সহায়তা করলে ড্রাগন চাষের পরিধি বাড়বে। আইয়ুব হোসেনের সফলতা থেকে ড্রাগন চাষে উদ্বুদ্ধ হওয়ার কথা জানান স্থানীয় চাষিরা। কেশবপুর উপসহকারী কৃষি কর্মকর্তা শুভংকর মোড়ল বলেন, ড্রাগন চাষের ক্ষেত্রে সাধারণত কিছুটা উঁচু জমি প্রয়োজন হয়। বিদেশি ফলের উচ্চমূল্যের বিপরীতে পুষ্টিগুণ সম্পন্ন ও সুস্বাদু হওয়ায় ড্রাগন ফলের চাহিদা রয়েছে। লাভজনক হওয়ায় বাণিজ্যিকভাবেও ড্রাগন চাষ বাড়ছে।
শিরোনাম
- ৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর
প্রকাশ:
০০:০০, সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
আপডেট:
০০:৩১, সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
লাল ড্রাগনে স্বপ্নপূরণ
সামছুজ্জামান শাহীন, খুলনা
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর